মঙ্গলে ৩০০০ টাকায় এক একর জমি কিনলেন বাংলার ছেলে শৌনক

0
3

পৃথিবী ছেড়ে মঙ্গলে জমি কিনলেন বাংলার ছেলে শৌনক দাস। পৃথিবী ছেড়ে মঙ্গলে জমি কেনার কথা জিজ্ঞেস করলে শ্রীরামপুরের বাসিন্দা শৌনকের স্পষ্ট কথা, “সস্তায় পেলাম, তাই নিয়ে নিলাম।”

সম্প্রতি বিয়ে করেছেন শৌনক। হাওয়ায় কথা ভাসছে তবে কি বউ নিয়ে মঙ্গলেই সংসার পাতবেন তিনি? শৌনক দাসের কথায়, “বিজ্ঞান যে দিকে এগোচ্ছে, তাতে ভবিষ্যতে মঙ্গল গ্রহেও মানুষ গিয়ে থাকতে পারেন। সম্ভবত আমিই প্রথম বাঙালি, যে মঙ্গলে জমি কিনলাম। হয়তো আমি যেতেও পারব না। তবে সকলকে বলতে পারব, আমার মঙ্গলে জমি আছে।”

শৌনক চন্দ্রযানের নকশা নিয়েও কাজ করছে। চন্দ্রযানে ও মঙ্গলযানে শৌচালয় নিয়েও নকশা দেখতে চাই নাসা। লুনার-টু চ্যালেঞ্জে সেই নকশা গৃহীত হবে।

প্রসঙ্গত, শৌনকের নাম-সহ একটি চিপ নাসা’র রকেটে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেসরকারি সংস্থায় কর্মরত শৌনক। তিনি এক একর জমি মাত্র ৩ হাজার টাকা কিনেছেন। জমির দলিল-সহ মঙ্গলের ঠিক কোথায় রয়েছে তার জমি, অক্ষাংশ-দ্রাঘিমাংশ মেপে সেই জমির সমস্ত তথ্য তাঁর হাতে।