কোচবিহার জেলার পুলিশের সহযোগিতায় এবং rmt ফিল্ম প্রোডাকশনের প্রযোজনা মুক্তি পেতে চলেছে শর্টফিল্ম ‘ডিউটি’। মহালয়ার দিন সকালে ছবি রিলিজ। ছবির শুটিং নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে কোচবিহারে।
ছবি পরিচালক রোপ আক্তার আহমেদ বলেন, সম্প্রতি করোনা পরিস্থিতিতে সামনের সারিতে থেকে ডিউটি করেছেন স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ এবং মিডিয়ার কর্মীরা। তাঁদের এই নিরলস প্রচেষ্টাকেই ফিল্মের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ছবিতে অভিনয় করেছেন রাহুল হোসেন, রুমা সাহা, পায়েল রায়, বিশ্বজিৎ চাকলাদার, মইনউদ্দিন চিস্তি, পদ্মশ্রী করিমুল হক সহ প্রমুখ। শিশুশিল্পী হিসেবে কাজ করেন শ্রীধিমা দাস।