নামচি স্টেডিয়ামের নামকরণ হচ্ছে ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়ার নামে। দেশীয় ফুটবলের আইকন সিকিমের ছেলে বাইচুং স্বয়ং এই স্টেডিয়ামের উদ্বোধন করবেন। দক্ষিণ সিকিমে বাইচুংয়ের গ্রাম তিনকিতাম থেকে ২৫ কিলোমিটার দূরে তৈরি হয়েছে দেশের এই স্টেডিয়াম। এর আগে দেশের কোনও ফুটবলারের নামে স্টেডিয়ামের নামকরণ হয়নি। সিকিম ফুটবল সংস্থার সভাপতি মেনলা এথনেম্পা বলেছেন, ‘দেশের অন্যতম সেরা ফুটবলারকে আমাদের তরফ থেকে এই সম্মান জানানো হচ্ছে। ফুটবল থেকে অবসর নেওয়ার পরেও শুধু সিকিম নয়, গোটা দেশের অনেক ফুটবল শিক্ষার্থীর কাছেই আইকন বাইচুং। ভারতীয় ফুটবলে তাঁর অবদান ভোলার নয়। তাই বাইচুংয়ের নামে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।’
২০১০ সালে এই স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝে আর্থিক কারণে কাজ বন্ধ থাকলেও সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের উদ্যোগে ফের স্টেডিয়ামের কাজ শুরু হয়েছে । এবছরই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখনও পর্যন্ত স্টেডিয়ামে কৃ্ত্রিম ঘাস বসানো হয়ে গিয়েছে। সিকিমের এই স্টেডিয়ামটি প্রায় ১৫ হাজার দর্শকাসন বিশিষ্ট হতে চেলেছে। এই স্টেডিয়ামে আগামী দিনে ফ্লাডলাইটের কাজও শুরু হয়ে যাবে।
তরুণদের ফুটবলমুখী করে তুলতে স্টেডিয়ামের পাশে ফুটবল অ্যাকাডেমি গড়ার আবেদন করেছেন বাইচুং।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.