২০০৮ সালে কেকেআরে আইকন প্লেয়ার সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইপিএলের প্রথম বছর ও ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্বও সামলাতে হয়েছিল । কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় ২০১১ সালে
সৌরভকে দল থেকে ছেঁটে ফেলে কেকেআর কর্তৃপক্ষ। এই নিয়ে বিতর্কও কম হয়নি।
সৌরভকে দল থেকে বাদ দেওয়ার ৯ বছর পর কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানালেন, সৌরভকে বাদ দেওয়া তার কাছে
কোনও কঠিন সিদ্ধান্ত ছিলনা। এতও বড় মাপের তারকাকে বাদ দেওয়ার জন্য তাকে কোনও দিধাগ্রস্তও হতে হয়নি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার সঙ্গে সেই সময় ব্যক্তিগতভাবে সৌরভের কোনও হৃদ্যতা ছিল না। আসলে টিম ম্যানেজমেন্ট এবং দলের মালিকরা যে তার ঘাড়ে বন্দুক রেখে এই বৈতরণী পার হয়েছিলেন আকারে-ইঙ্গিতে সে কথা জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স -এর সিইও। তিনি জানিয়েছেন, সিদ্ধান্ত আমি নিয়েছিলাম ঠিকই কিন্তু তাতে পূর্ণ সমর্থন ছিল শাহরুখ, জয় ও জুহির।
আমিরশাহিতে এবারের আইপিএল শুরুর আগে তার এই বিস্ফোরক মন্তব্য নাইট রাইডার্স-এর মনোবলে কতটা প্রভাব ফেলে তা সময়ই বলবে।

































































































































