পশ্চিমবঙ্গে গত কয়েকদিনের তুলনায় সামান্য কিছুটা কমলো করোনা আক্রান্তের সংখ্যা। এবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৬৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৪৪ হাজার ৮০১ জন। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৫৮ জন করোনা রোগীর। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৯০৯। আজ, মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যভবন আরও জানিয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৭,৩৪৯। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩,২৫১ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,১৪,৫৪৩ জন।






























































































































