শোভনকে দলে রাখতে শেষ মুহূর্তে মরিয়া বিজেপি

0
1

শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার সম্ভাবনা যত বাড়ছে, তাঁকে দলে ধরে রাখতে মরিয়া হয়ে নেমেছেন বিজেপি নেতারা। অরবিন্দ মেনন ছুটছেন। কৈলাস বিজয়বর্গীয় ফোন করছেন। যে শোভনকে গত একবছর বিজেপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি, সেই শোভনকেই ধরে রেখে মুখ বাঁচাতে এখন মাথার ঘাম পায়ে ফেলছেন বিজেপি নেতারা। সোমবার রাতেও এমন তৎপরতা দেখা গিয়েছে। তবে শোভন- বৈশাখীর সঙ্গে তাঁদের বৈঠক কতটা ফলপ্রসূ হল, সে বিষয়ে কিছু জানা যায়নি।