নিয়োগের ক্ষেত্রে অভিন্ন পরীক্ষার জন্য ১ হাজার পরীক্ষা কেন্দ্র তৈরির ঘোষণা করল সরকার। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই সিদ্ধান্তের কথা জানান। কমন এলিজিবিলিটি টেস্ট আয়োজনের জন্য ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি’ গঠন করার কথা আগেই জানিয়েছিল কেন্দ্র।
কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ১ হাজার পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি ১২টি ভাষায় পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আগামী বছর থেকে কার্যকর হবে ‘ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি’। যার সদর দফতর হবে দিল্লিতে। তিনি জানিয়েছেন রেল, অর্থ মন্ত্রক, আর্থিক পরিষেবা দফতর, এসএসসি, আরআরবি এবং আইবিপিএস-এর প্রতিনিধিরা এই ব্যবস্থায় যুক্ত থাকবেন।































































































































