মহামারির জেরে বন্ধ স্কুল। কবে স্কুল খুলবে নিশ্চিত হতে পারছে না সরকার। কিন্তু পড়ুয়াদের যাতে সমস্যা না হয় সেই দিকে নজর দিচ্ছে রাজ্য। সোমবার জেলাগুলির সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। স্কুল খোলা না গেলে, সবুজসাথী প্রকল্পের সাইকেল বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে বলে নির্দেশ দেন তিনি।
একইসঙ্গে কর্মসংস্থানের দিকেও নজর দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “সরকার চায় এই রাজ্যে সাইকেল তৈরি হোক। আমরা সাইকেল কারখানা করতে চাই। সাইকেল যখন দেওয়া হচ্ছে তাহলে কেন এখানেই সাইকেল কারখানা তৈরি হবে না। এতে কর্মসংস্থানের সুযোগও বাড়বে।” বাইরে থেকে না কিনে এরাজ্যে সাইকেল তৈরিতে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও এদের বৈঠককে সবুজ সাথী প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “শিক্ষাবর্ষে যত সংখ্যক সাইকেল দেওয়ার কথা, এখনও ২ লক্ষ কম দেওয়া হয়েছে।” এই বিষয়ে জেলা প্রশাসনকে নজর দিতে বলেন তিনি। জেলা প্রশাসনকে নির্দেশ দেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে কতজন ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে, তার লক্ষ্যমাত্রা ঠিক করতে অর্থ দফতরের সঙ্গে কথা বলতে হবে।






























































































































