আপাতত ছুটির মেজাজে রয়েছেন তাঁরা। ব্যক্তিগত বিলাসবহুল প্রমোদতরীতে সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বান্ধবী জিওর্জিনা রদরিগেস। আর সেই ছুটির ফাঁকেই ভক্তদের ফের চমকে দিলেন রোনাল্ডোর বান্ধবী। জুভেন্টাস তারকার সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেখানে দেখা যাচ্ছে, রোনাল্ডো তাঁর বান্ধবীর অনামিকাকে চেপে ধরে দাঁড়িয়ে রয়েছেন। জিওর্জিনা টুইট করেছেন, “ইয়েসস!” তার পাশে গোলাপের ইমোজি।
এই ছবি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। ভক্তদের অনেকেই বলতে শুরু করেছেন, এবার অন্তত রোনাল্ডোর প্রকাশ্যে এসে তাঁদের সম্পর্কের বিষয়টি খুলে বলা উচিত। অনেকে আবার গোলাপের ইমোজি দেখে বলতে শুরু করেছেন, তাহলে কি এতদিন পরে তাঁরা বাগদান সেরেই ফেললেন। যদিও তা নিয়ে তারকা যুগল একটি শব্দও খরচ করেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছিলেন, জীবনের কঠিন সময় জিওর্জিনা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা তাঁর নেই। রোনাল্ডোর মন্তব্য ছিল, “জিওর্জিনা আমার জীবন আসার পরে অনেক কিছুই বদলে গিয়েছে। বিশেষ করে, আমাদের পরিবারের সকলেই ওকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমার সন্তানের জন্ম দিয়েছে ও। জিওর্জিনার কাছে আমি চিরকালের ঋণী হয়ে রয়েছি।”
যদিও জুভেন্টাসের নতুন ম্যানেজার হয়ে আসার পরে আন্দ্রেয়া পিরলো জানিয়ে দিয়েছেন, নতুন মরসুমে তিনি রোনাল্ডোকে অন্য ভূমিকায় ব্যবহার করতে চান। তিনি বলেছেন, “রোনাল্ডো ছুটি কাটিয়ে ফিরে এলে ওর সঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলতে হবে। ওকে অনেক বড় ভূমিকা নিতে হবে আসন্ন মরসুমে। তার আগে দলটাকে সাজিয়ে ফেলতে হবে।”
দু’বছর আগে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলাকালীনও রোনাল্ডো-জিওর্জিনার বাগদান নিয়ে উত্তাল হয়েছিল বিশ্ব। পর্তুগাল বনাম মরক্কো ম্যাচ দেখতে আসা জিওর্জিনার আঙুলে জ্বলজ্বল করছিল হিরের আংটি। জিওর্জিনার এই পোস্ট বাগদানেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.