‘দেশ বাঁচাতে’ দাউদ ইব্রাহিমকে নিয়ে নয়া কৌশল কার্যকর করতে চাইছে পাকিস্তান৷ ইসলামাবাদ ইতিমধ্যেই
দাউদকে পাইয়ে দিয়েছে
ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দ্বীপরাষ্ট্র কমনওয়েলথ অব ডোমিনিকার পাসপোর্ট। দিল্লির বিদেশ ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে খবর, দাউদ ইব্রাহিমকে গোপনে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কমনওয়েলথ অব ডোমিনিকায় পাঠাতে ছক কষছে পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘকে ইসলামাবাদ বোঝাতে চাইছে, দাউদ পাকিস্তানে নেই।
দীর্ঘদিন অস্বীকার করার পর গত ১৮ আগস্ট বিজ্ঞপ্তি জারি করে পাক সরকার ৮৮ জন সন্ত্রাসবাদীকে নিষেধাজ্ঞার কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় দাউদের নাম আছে৷ এ নিয়ে শুরু হয়েছে প্রবল চাঞ্চল্য। ভারত এই তালিকা দেখিয়ে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলে সওয়াল করতে চলেছে, দিল্লির দাবি ইসলামাবাদ স্বীকার করেছে৷ পাকিস্তানেই আছে দাউদ। পরিস্থিতি ঘুরে যেতে পারে ধরে নিয়ে রবিবার পাক বিদেশ মন্ত্রক বলেছে, দাউদ করাচিতে আছে একথা তারা বলেনি। এই বিজ্ঞপ্তির তালিকা আগেও প্রকাশিত হয়েছে। তবে পাকিস্তান বুঝেছে, এবার চাপ বাড়বে। তাই ছক হয়েছে দাউদকে সরিয়ে দেওয়ার৷ দাউদকে নিয়ে পাক সরকারের বিজ্ঞপ্তি জারি করা, সেই বিজ্ঞপ্তি অস্বীকার করা, দাউদকে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দেওয়ার মতো পরপর ঘটনা প্রমাণ করছে, বারে বারে দাউদের মৃত্যু সংবাদ ভুয়ো। বহাল তবিয়তে বেঁচেই আছেন দাউদ৷
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.