সুশান্ত মামলায় রিয়াকে সমন সিবিআইয়ের

0
1

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ভেদ করতে তদন্তে নেমেছে সিবিআই। এবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, রিয়াকে জিজ্ঞাসাবাদের আগে তদন্তকারীদের দল পৃথকভাবে বৈঠক করবে। সূত্রের খবর, রিয়ার কাছে জানতে চাওয়া হতে পারে কী হয়েছিল ৮ জুন? কেন সুশান্তের ফ্ল্যাট ছাড়লেন তিনি? কেন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল?

যদিও রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডের দাবি, এখনও সমন পাননি রিয়া চক্রবর্তী বা তাঁর পরিবার। এদিকে শনিবার এবং রবিবার সুশান্তের বন্ধু তথা রুমমেট সিদ্ধার্থ পিঠানি, দীপেশ সাওয়ান্ত, রাঁধুনি নীরজ সিংকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নীরজ এবং সিদ্ধার্থের বয়ানে অসঙ্গতি মিলেছে বলে সূত্রের খবর। একইসঙ্গে রবিবার ফ্ল্যাটের মালিককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী দল। জানতে চাওয়া হয় কীভাবে ফ্ল্যাট ভাড়ার টাকা দিতেন অভিনেতা।