সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর পরেও বেশ কয়েকদিন চালু ছিল তাঁর ফোন। কে, কেন এবং কী উদ্দেশ্যে দিশার ফোন সেসময় ব্যবহার করছিল এবার তা খুঁজে দেখবে সিবিআই। একইসঙ্গে দিশা ও সুশান্তের মৃত্যুর মধ্যে কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ৮ জুন দিশার মৃত্যু হয়। প্রাক্তন ম্যানেজারের মৃত্যুর ছ’দিনের মাথায় ১৪ জুন মারা যান সুশান্ত। শুরু থেকেই দিশার মৃত্যু নিয়ে বহু প্রশ্ন ছিল। তবে তা নিয়ে কোনও তৎপরতা দেখায়নি মুম্বই পুলিশ। কিন্তু এবার দিশার ফোন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা গিয়েছে, ৮ জুন দিশা মারা যাওয়ার পরেও ৯, ১০, ১৫, ১৭ জুন দিশার ফোন ব্যবহার করা হয়েছিল। মৃত দিশার ফোন কে বা কারা ব্যবহার করল এবং মুম্বই পুলিশ ফোনটি বাজেয়াপ্ত করেছিল কিনা তা খতিয়ে দেখবে সিবিআই।