মেজর ধ্যানচাঁদকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব প্রাক্তন থেকে বর্তমানরা

0
1

তাঁর জন্ম দিবসে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় এই দেশে।দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্রীড়া সম্মান দেওয়া হয় অ্যাথলিটদের। কিন্তু দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান থেকে ব্রাত্য তিনি। ২৯ অগাস্ট ১১৫তম জন্মবার্ষিকী হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ। জন্ম দিবসের প্রাক্কালে ফের মেজর ধ্যানচাঁদকে ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি উঠল।

বহুদিন ধরে মেজর ধ্যানচাঁদকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার দাবি জানানো হচ্ছে। ফের সেই দাবিতে সরব হয়েছেন প্রাক্তন থেকে বর্তমান হকি প্লেয়াররা। এই দাবি নিয়ে গত বছরই ডিজিটাল ক্যাম্পেন শুরু করেন তাঁরা। দেশের প্রাক্তন হকি খেলোয়াড় গুরবক্স সিং, হরবিন্দর সিং, ধ্যানচাঁদ পুত্র অশোক কুমার ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন।যদিও কিংবদন্তি কিন্তু প্রয়াত কোনও ব্যক্তিত্বকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করার বিষয়টি নিয়ম বহির্ভূত।