মহামারির আতঙ্কের মধ্যে একটি স্বস্তির খবর । কলকাতায় কমল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা ৷ রবিবার পুরসভা থেকে প্রকাশ করা হয়েছে নতুন তালিকা। ওই তালিকা অনুযায়ী কলকাতায় কন্টেইনমেন্ট জোনের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৭ ৷ গত দু’মাসের মধ্যে যা সর্বনিম্ন। এর আগে ছিল ২০। ৩ ও ৮ নম্বর বরোয় সবচেয়ে বেশি সংক্রমণ করোনার ৷ এই হিসাব অনুযায়ী শহরের মোট ৪টি এলাকা নয়া কন্টেইনমেন্ট জোনের তালিকা থেকে বাদ পড়ছে।
এর পাশাপাশি নতুন করে একটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে চেতলা ও বেলেঘাটার ২টি বস্তি এবং ৫টি কমপ্লেক্সকে কন্টেইনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে ৷
শহরের মধ্যে পাটুলির করোনা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।
































































































































