বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তার জেরেই কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণে এমনিতেই রাজ্যের বেশকিছু জেলা জলমগ্ন। আর সেই কারণেই পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তার জন্য আগেভাগেই পদক্ষেপ করতে বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এই বার্তা দেন।
মমতা বলেন, “সব রাজ্যে বন্যার সমস্যা না থাকলেও এ রাজ্যে রয়েছে। তাই ব্যবস্থা নিতে হবে। মাইকিং করে সতর্ক করুন স্থানীয় বাসিন্দাদের। ডিভিসি থেকে জল ছাড়ার আগে আমাদের অনুমতি নিতে হবে। আগে থেকে সাধারণ মানুষকে সরিয়ে ব্যবস্থা নিতে হবে।”
এছাড়াও রাজ্যের যে সমস্ত জেলা বন্যাপ্রবণ, সেই সব জেলা ঘুরে পরিস্থিতি অনুযায়ী জেলা শাসকদের পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রতি জেলায় জেলা শাসকের কন্ট্রোলরুম তৈরির কথাও জানিয়েছেন। এ দিনের বৈঠকে বাঁধ মেরামত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, মেরামতির পরও কেন বাঁধ ভাঙছে সেদিক খতিয়ে দেখা হবে।
































































































































