বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের পর তাণ্ডব চলল প্যারিসের রাস্তায়। এদিন লিসবনের মাঠে নেইমারদের হার ঘিরে ক্ষুব্ধ হন সমর্থকরা। এই ঘটনায় প্রায় দেড়শ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল। ফ্রান্সের দ্বিতীয় দল হিসেবে সেরার লড়াইয়ে জয়ের মুকুট ছিনিয়ে আনতে পারল না নেইমারের দল। ফাইনালে প্রিয় দলের হার মানতে পারেননি সমর্থকরা। তাতেই রণক্ষেত্রের চেহারা নেয় প্যারিস। মহামারি আবহের স্বাস্থ্যবিধি ভাঙায় জরিমানা দিতে হয়েছে বহু সমর্থককে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দার্মানিন জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ১৬ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। যদিও সংঘর্ষে আহত সমর্থকদের সংখ্যা পুলিশ জানে না বলেই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন ক্লাবের স্টেডিয়ামের বাইরে দু’টি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখছিলেন সমর্থকরা। নেইমারের দলের হার দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। শেষমেষ উন্মত্ত সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুঁড়তে হয় পুলিশকে।
































































































































