বিশ্বভারতীর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে পথে এবিভিপি

0
2

বিশ্বভারতীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে পথে নামল এবিভিপি। ঘটনার প্রতিবাদে সোমবার শান্তিনিকেতনের ফায়ার ব্রিগেড অফিসের পাশে হাতে ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখায় এবিভিপি সংগঠনের কর্মী-সমর্থকরা। তাঁদের বক্তব্য, “পৌষ মেলা ও বসন্ত উৎসব বন্ধ করা যাবে না। কিন্তু তার প্রতিবাদ করতে গিয়ে ভাঙচুর চালানো কেউ কোনওভাবেই সমর্থন করা যায় না।”

প্রসঙ্গত, পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র বিশ্বভারতীতে উত্তপ্ত হয় পরিস্থিতি। পাঁচিল দেওয়ার বিরুদ্ধে সোচ্চার হন স্থানীয়রা। অভিযোগ, ঠিকা সংস্থার যন্ত্রপাতি ভাঙচুর, নির্মীয়মাণ পাঁচিল ভাঙা হয়। পাঁচিল দেওয়ার প্রতিবাদে মিছিল করেন স্থানীয়রা। সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি। বিধায়কের উপস্থিতি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। এদিকে বীরভূম জেলা শাসক সমস্যার সমাধানের জন্য বৈঠক ডাকেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেউ সেই বৈঠকে উপস্থিত হননি।