ক্রমশ খারাপের দিকে এগোচ্ছে আবহাওয়ার পরিস্থিতি। গভীর হচ্ছে নিম্নচাপ । বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ তার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। এই আবহাওয়ায় থাকবে আগামী ৫দিন। পাশাপাশি হাওয়া অফিস প্রবল বজ্রপাতের সতর্কতা জারি করেছে । প্রবল বৃষ্টিপাতের ফলে আবহাওয়া দফতর আগেই জানিয়েছে বন্যার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

ইতিমধ্যেই সুন্দরবনের নদী বাঁধ ভেঙে প্লাবিত বহু এলাকা। দিঘা, শঙ্করপুর ,তাজপুর-সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকায় জল জমেছে। এরইমধ্যে আবারও প্রবল বৃষ্টি হতে চলেছে। যার জেরে চিন্তার বিষয় থাকছেই।

এদিকে, দিল্লির মৌসম ভবন রাজস্থানের ১১ টি জেলায় প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়ে রেড অ্যালার্ট জারি করল৷ মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ পূর্ব রাজস্থানের একাধিক জেলায় মুষলাধার বৃষ্টি হবে৷

শুধু তাই নয় পশ্চিম রাজস্থানের একাধিক জায়গাতেও প্রচুর বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ মৌসম ভবন আজ রাজস্থানের ৬ টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে৷ এই জেলাগুলির বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছ৷ চিতোরগড়,রাজসমন্দ,সিরোহি, বাংসবাড়া ও ডুঙ্গরপুর জেলায় রেড অ্যালার্ট জারি হয়েছে৷

উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে৷ এই নিম্নচাপ বলয় দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে৷ এটাই পশ্চিম দিকে রাজসস্থানের উদ্দেশ্যে এগিয়েছে৷ মৌসম বিভাগ মধ্যপ্রদেশেও প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে৷
































































































































