খাসিয়ামঙ্গল গণধর্ষণকাণ্ডে দুই মূল অভিযুক্ত এখনও অধরা, কঠোরতম শাস্তির দাবি

0
1

ত্রিপুরার খাসিয়ামঙ্গল গণধর্ষণকাণ্ডে দুই অভিযুক্ত এখনও অধরা । যদিও এই ধর্ষণের ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে । তারা আপাতত জেল হেফাজতে রয়েছে । কিন্তু দুই মূল অভিযুক্ত কে এখনও গ্রেফতার না করায় সব মহল থেকে দাবি উঠেছে অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করুক পুলিশ। এই ন্যাক্কারজনক ঘটনায় ত্রিপুরা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সহ এক প্রতিনিধি দল গতকালই তেলিয়ামুড়া খাসিয়ামঙ্গল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। কমিশনের চেয়ারপার্সন ধর্ষিতার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গেও এই বিষয়ে কথা বলেন। তারাও ত্রিপুরা সরকারের কাছে দ্রুত অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের পক্ষ থেকে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদের কাছে অভিযোগ করেন, ত্রিপুরায় এই ধরনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। তাই দ্রুত অভিযুক্তের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক।