করম পূজা উপলক্ষে ছুটি ঘোষণা রাজ্য সরকারের

0
1

করম পূজা উপলক্ষে আগামী ২৯ আগস্ট রাজ্য সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে । এর আগে কয়েক বছর ধরে শুধুমাত্র আদিবাসী কর্মীরা এই ছুটি পেতেন। এবার থেকে সবার জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে ।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর বিভিন্ন সম্প্রদায়ের উৎসবের জন্য ছুটি মঞ্জুর করেছেন। সেই মতো রাজ্যের আদিবাসী সরকারি কর্মচারীরা করম পূজায় ছুটি পেয়ে আসছিলেন। ইতিমধ্যেই অর্থ দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২৯ অগস্ট রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত অফিস ছুটি থাকবে। চা বাগানে কর্মরত ওই সম্প্রদায়ের শ্রমিকদেরও ওই দিন ছুটি থাকবে বলে নির্দেশিকায় বলা হয়েছে ।