হাওড়ার বাঁকড়ায় গাড়ি পার্কিং নিয়ে ধুন্ধুমার, বোমাবাজি

0
2

হাওড়ার বাঁকড়ায় গাড়ি পার্কিং নিয়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হল। বাঁকুড়ার রশিগড় এলাকার দুই পাড়ার বাসিন্দারা এই ঘটনায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমে বচসা, সংঘর্ষ, ইটবৃষ্টি। শেষ পর্যন্ত হল বোমাবাজিও। ঘটনায় জখম হয়েছেন ৫-৬ জন। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ‍‍এলাকায় এখনও উত্তেজনা রয়েছে ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় ব্যবসায়ী ওস্তাগার গাড়ি ঘোরানোর সময় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এরপরই বচসা শুরু হয়। অভিযোগ কিছুক্ষণের মধ্যেই ব্যবসায়ীর লোকজন লাঠি নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির চালককে বেধড়ক মারধর করা হয় ।