আসন্ন বিহার বিধানসভা ভোটে নীতীশকুমারের নেতৃত্বেই লড়বে এনডিএ। স্পষ্ট করে দিলেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এর অর্থ ক্ষমতায় এলে নীতীশই ফের মুখ্যমন্ত্রী হবেন। রবিবার নাড্ডা বলেন, জনতা দল ইউনাইটেড ও লোক জনশক্তি পার্টির সঙ্গে জোট করেই বিহার বিধানসভা ভোটে আমরা লড়ব এবং জিতব। বিজেপি যে বিহারে দুই শরিককে নিয়েই চলতে চায় এবং শরিকি জোট মসৃণভাবে টিঁকিয়ে রাখতে চায়, বুঝিয়ে দিয়েছেন বিজেপি সভাপতি। নভেম্বরে ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে নীতীশের জেডিইউয়ের সঙ্গে রামবিলাস পাশোয়ানের এলজেপির মতবিরোধ কোনও অবস্থাতেই বাড়তে না দিয়ে জোটকে মসৃণ রাখতে এখন থেকেই সক্রিয় বিজেপি। নাড্ডা এদিন জানিয়েছেন, যে আসনে যে দলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানে সেই দল প্রার্থী দেবে। তিনি বলেন, বিজেপি নেতা-কর্মীরা শুধু নিজেদের দলের প্রার্থী নয়, শরিকদের জেতাতেও সর্বতোভাবে চেষ্টা করবে ।

































































































































