শনিবার রাতে হঠাৎই ভেঙে পড়লো ৬ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের একটি অংশ। ফ্লাইওভারটি ভেঙে যাওয়া অংশটিতেই নির্মাণ কাজ চলছিল। জানা গিয়েছে, আহত হয়েছেন দু’জন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এক্সকাভেটর গাড়িগুলি দিয়ে বিশাল কংক্রিটের ব্লকগুলি সরিয়ে দেওয়ার কাজ চলছে। সাধারণত ব্যস্ত রাস্তা সোহনা রোডে দুর্ঘটনার জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ।
হরিয়ানার উপ-মুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতালা টুইট করে জানিয়েছেন, “ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়েছে সোহনা রোডের গুরুগ্রামে। সেখানে দু’জন আহত হয়েছে। এবং দুজনকেই ভর্তি করা হয়েছে তাঁরা চিকিৎসাধীন। এনএইচএআই দল, এসডিএম এবং সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে রয়েছে।”
গুরুগ্রামে কিছুদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার গুরুগ্রামের ব্যস্ততম রাস্তার একটি অংশও গর্ত হয়ে যেতে দেখা গিয়েছিল।

































































































































