আদিবাসী মহিলাকে গণধর্ষণে অভিযুক্ত ৫, গ্রেফতার ২

0
2

এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ। চাঞ্চল্য বীরভূমের মহম্মদ বাজার থানার চরিচা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি। নির্যাতিতা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, দিন পাঁচেক আগে ওই আদিবাসী বিধবা মহিলা এক পরিচিতি যুবকের সঙ্গে মোটর বাইক চেপে গ্রামে ফিরছিলেন। গ্রাম ঢোকার আগেই এক জঙ্গলে কয়েকজন যুবক তাদের পথ আটকায়। নির্যাতিতা যে যুবকটির সঙ্গে বাড়ি ফিরছিলেন তাঁকে আটকে রেখে পাঁচজন মিলে ওই মহিলার উপর পাশবিক অত্যাচার চালায়। এরপর অভিযুক্তরা নির্যাতিতাকে হুমকি দেয় বিষয়টি কাউকে না জানানোর। গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসেন ওই নির্যাতিতা। গত শনিবার, মহম্মদ বাজার থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে নির্যাতিতা মহিলার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে।