রাম মন্দির রায়ের ‘রিটার্ন গিফট’ হিসাবে ২০২১ নির্বাচনে অসমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন রঞ্জন গগৈ৷ এমনই দাবি অসমের কংগ্রেস নেতা তথা প্রাক্তণ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ’য়ের। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ’য়ের রাম মন্দির রায়ে বিজেপি অত্যন্ত খুশি। তারই পুরস্কার হতে পারে মুখ্যমন্ত্রী পদ।” যদিও তরুণ গগৈ’য়ের এই দাবি অস্বীকার করেছে অসমের বিজেপি নেতৃত্ব।
তরুণ গগৈ বলেছেন, “আমি জানতে পেরেছি বিজেপি অসমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের যে তালিকা প্রস্তুত করেছে, তাতে রঞ্জন গগৈ’য়ের নাম আছে। আমার ধারনা, তিনিই বিজেপির আগামী নির্বাচনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।” তরুণ গগৈয়ের দাবি, প্রাক্তন প্রধান বিচারপতি যদি রাজ্যসভার সাংসদ হতে পারেন তাহলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার প্রস্তাবে অসম্মত হবেন কেন ?






























































































































