কীভাবে শিক্ষানীতি প্রণয়ন হবে? শিক্ষকদের পরামর্শ চাইল কেন্দ্র

0
1

৩৪ বছর পর জাতীয় শিক্ষা নীতির পরিবর্তন করা হয়েছে। কীভাবে শিক্ষানীতি প্রণয়ন করা হবে, তা নিয়ে দেশজুড়ে শিক্ষকদের পরামর্শ চাইল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পােখরিয়াল নিশাঙ্ক টুইট করে লেখেন, “শিক্ষকরা শিক্ষানীতি প্রণয়নের মূল চাবিকাঠি। কীভাবে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা যায় সেই বিষয়ে শিক্ষক এবং প্রধান শিক্ষকদের পরামর্শ নেব।” ইতিমধ্যেই শিক্ষামন্ত্রকের সচিব রাজ্যের স্কুল শিক্ষা সচিবকে চিঠি দিয়ে শিক্ষক অধ্যাপকদের পরামর্শ নিতে বলেছে।