নিজেদের চিনা সংস্থা বলতে রাজি নয় চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসর ড্রিম ইলেভেন। বরং আইপিএল শুরুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থা। সংস্থার এক কর্তা জানিয়েছেন, ভারতেই তাঁদের জন্ম এবং এখান থেকেই উত্থান। কে কী বলেছে সেদিকে কান না দিয়ে আপাতত তাঁরা আইপিএলের প্রস্তুতি নিতে ব্যস্ত।
ফ্যান্টাসি গেমিং প্ল্যাটফর্ম ৭৩৬ কোটি টাকা মূল্যের ড্রিম ইলেভেন তৈরি হয়েছে ২০১২ সালে। হরিশ জৈন এবং ভাবিত শেঠের হাত ধরে পথ চলতে শুরু করা এই সংস্থা ভারতের প্রথম অনলাই ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম। ভারতের একমাত্র গেমিং সংস্থা হিসেবে ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করেছে ড্রিম ইলেভেন। তবে স্টিডভিউ, কালারি ক্যাপিটাল, থিঙ্ক ইনভেস্টমেন্টস, মাল্টিপলস ইকুইটি এবং টেন্সেন্টের মতো চিনা ফার্ম ড্রিম ইলেভেনে বিনিয়োগ করে বলে জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার ১০ শতাংশ স্টেক কিনে বসে থাকা শেনজেনও যে চিনা সংস্থা, তা কারও অজানা নয় । ড্রিম ইলেভেনের ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার চিনা টেকনোলজি জায়ান্ট টেকনেটের হাতে রয়েছে বলেও সূত্রের খবর। সঙ্গত কারণেই বিসিসিআইয়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।
২২২ কোটি টাকার চুক্তিতে এবার আইপিএলের প্রধান স্পনসর হয়েছে এই সংস্থাটি। সেই সংস্থার মুখপাত্র বলেছেন, ”আমরা একেবারে ভারতীয় সংস্থা। ভারতের বাজারেই আমাদের বেড়ে ওঠা। আমাদের সংস্থায় ৪০০ জন ভারতীয় কাজ করে। এই সংস্থা সামলানোর গুরুদায়িত্বে রয়েছেন ভারতীয়রা। অকারণে আমাদের চিনের সংস্থা বলে রটানো হচ্ছে। আমাদের সংস্থায় বিনিয়োগকারীদের বেশিরভাগ ভারতীয়।
সবমিলিয়ে যা পরিস্থিতি, আমিরশাহিতে আইপিএল শুরুর আগে ড্রিম ইলেভেনের স্পনসরশিপ নিয়ে জোর জল্পনা ক্রিকেটমহলে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.