মুম্বই পুলিশের কীসের এতো তাড়া ছিল? যে কারণে সুশান্ত সিং রাজপুতের মতো স্পর্শকাতর ও মিডিয়া ট্রায়াল হওয়া মৃত্যুর পোস্ট মর্টেম দ্রুত করতে বলা হয়েছিল? এইখানেই সন্দহ জেগেছে। সিবিআই মুম্বই পৌঁছেই মুম্বই পুলিশের সঙ্গে আলোচনায় বসে। যে টিমটি এই তদন্তে জড়িয়ে ছিল, তাদের ইতিমধ্যে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। তারাই যে তদন্ত ধামাচাপা দেওয়ার মাস্টার মাইন্ড তা ক্রমশ প্রকাশ্যে আসছে। যে কোনও সময়ে টিমের সদস্যরা জেরার মুখে পড়তে পারে। কুপার হাসপাতালের ফরেন্সিক দল সুশান্তের গোপনাঙ্গের একটি অংশ কেটে রাখে বলে বিশ্বস্ত সূত্রের খবর। গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তা রাখা হয়েছিল। কেন তা করা হয়েছিল, জানতে চায় সিবিআই। কোন পরীক্ষা করা হয়েছিল, তার ফল কী হয়েছিল? সবটাই জানতে সিবিআই নোট পাঠিয়েছে।