২৩ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে গ্রেফতার IIPM-এর অরিন্দম চৌধুরি

0
2

IIPM বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টের পরিচালক অরিন্দম চৌধুরি গ্রেফতার৷ তাঁর বিরুদ্ধে প্রায় ২৩ কোটি টাকার সার্ভিস ট্যাক্স ক্রেডিটের কেন্দ্রীয় মূল্য সংযোজন কর বা CENVAT সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। অর্থ আইনের ৮৯ ধারায় অরিন্দম চৌধুরিকে গ্রেফতার করেছে CGST, সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স-এর দক্ষিণ দিল্লি কমিশনারেট।

একই অপরাধে গ্রেফতার করা হয়েছে কোম্পানির পরিচালক গুরুদাস মালিক ঠাকুরকেও৷ আদালত তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে৷
অসত্য আশ্বাস দিয়ে পড়ুয়াদের হ এমবিএ ডিগ্রী প্রদান করার অভিযোগে ২০১৫ সালে এই IIPM বন্ধ হয়ে যায়৷ প্রসঙ্গত, অরিন্দম চৌধুরি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত৷