ফের বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যুর অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মহব্বতপুরে।মৃতের নাম মতি শেখ। ঘটনায় আহত হয়েছেন গামু শেখ নামে এক ব্যক্তি। আহতকে উদ্ধার করে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশের অনুমান, মহব্বতপুরে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধছিলেন তাঁরা। সেসময় হঠাৎই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আর কেউ জখম হয়েছেন কি না, এর সঙ্গে আর কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।