চাঞ্চল্যকর দাবি করলেন সুশান্তর বান্দ্রার ফ্ল্যাটের প্রতিবেশী এক মহিলা। সংবাদমাধ্যমের সামনে তাঁর দাবি, যে ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর জানা যায়, তার আগের দিন অর্থাৎ ১৩ জুন রাতে অনেক আগে নিভে গিয়েছিল অভিনেতার ফ্ল্যাটের সব আলো। মহিলার দাবি, এটা খুবই অদ্ভুত। কারণ ওই ফ্ল্যাটে রোজই ভোর চারটে পর্যন্ত আলো জ্বলতে দেখা যেত। অথচ ১৩ জুন রাত ১১ টার মধ্যেই ফ্ল্যাটের সব আলো নিভে যায়। মহিলা জানান, এই ঘটনা তাঁর কাছে অস্বাভাবিক মনে হয়েছে, যদিও মুম্বই পুলিশ এবিষয়ে তাঁর কাছ থেকে কিছুই জানতে চায়নি। সংবাদমাধ্যমে সুশান্তর ফ্ল্যাটের প্রতিবেশী মহিলা স্পষ্ট জানান, আগের দিন অভিনেতার ফ্ল্যাটে কোনও পার্টি হয়নি, বরং স্বাভাবিক নিয়মের চেয়ে অনেক আগে ঘরের আলো নিভে গিয়েছে।
এই চাঞ্চল্যকর দাবির পর প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আগের রাতে সুশান্তকে খুন করা হয়েছিল? পরে তা আত্মহত্যা বলে চালানো হল? মুম্বই পুলিশই বা কেন প্রতিবেশীদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ বয়ান নেয়নি? আলো নেভার তথ্য সামনে আসার পর সন্দেহে তোলপাড় সুশান্তর অনুরাগীরাও। এরই মধ্যে শনিবার সুশান্তর বান্দ্রার ফ্ল্যাটে টানা পাঁচ ঘণ্টা ধরে তদন্ত চালান সিবিআইয়ের ফরেনসিক এক্সপার্টরা।