অতিমারির প্রকোপ কমবে কবে? সামান্য আশার কথা শোনালেন হু কর্তা আধানম

0
1

অতিমারির প্রকোপ কমবে কবে? এই বিষয়ে সামান্য আশার কথা শোনালেন হু কর্তা টেড্রস আধানম। বিশ্বে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দু’কোটি ছাড়িয়েছে। মৃত্যু আটলাখের কাছাকাছি। এই সবকিছুর মধ্যেই আশার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু কর্তা টেড্রস আধানম ঘেব্রেইসাস একটি ভিডিও কনফারেন্সে বলেছেন, দু’বছরের মধ্যেই কমে যাবে অতিমারির প্রকোপ। ভাইরাস দুর্বল হয়ে পড়বে। বিশ্বের একটা অংশের মানুষের মধ্যেও তৈরি হবে যাবে হার্ড ইমিউনিটি।

আধানমের কথায়, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু-তে বিশ্বজুড়েই কোটি কোটি মানুষের মৃত্যু হয়। তবে, সেই মহামারির প্রভাবও বছর দুয়েকের পর থেকে কমতে শুরু করে। এটার ক্ষেত্রেও তাই হবে।
কোভিড অতিমারি নিয়ে এই প্রথম আশার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে হু কর্তা বলেন, অতিমারি থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ভাইরাসের সংক্রমণ এমনভাবে ছড়িয়ে পড়েছে যে ‘ওল্ড নর্মাল’-এ ফিরে যাওয়ার রাস্তা বন্ধ। আগামী দিনে সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ না করলে আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
আধানম জানান, ভাইরাসের সংক্রমণ তখনই কমবে যখন মানুষের শরীরে হার্ড ইমিউনিটি তৈরি হবে। তবে হার্ড ইমিউনিটি তৈরি হতে এখনও অনেক দেরি রয়েছে বলেই দাবি বিশ্বের বিভিন্ন দেশের ভাইরোলজিস্টদের।
গবেষকের দাবি ছিল, কোভিড ভ্যাকসিন চলে এলে সংক্রমণের কারণে জটিল রোগের হাত থেকে রেহাই মিলবে।