রাজধানীতে আইএস জঙ্গির নাশকতার ছক বানচাল, উদ্ধার বিস্ফোরক

0
1

করোনা আবহের মাঝে দিল্লিতে ভয়ঙ্কর জঙ্গি হামলা বানচাল করে দিল দিল্লি পুলিশ। শুক্রবার গভীর রাতে রিঙ রোডে পুলিশের সঙ্গে দীর্ঘ গুলি বিনিময়ের পর এই আইএসআইএস জঙ্গিকে গ্রেফতার করেছে। উদ্ধার আইইডি বিস্ফোরক। হাই অ্যালার্ট এই মুহূর্তে রাজধানীতে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে পুলিশের কাছে খবর আসে এক আইএস জঙ্গি লুকিয়ে রয়েছে করোল বাগ ও ধৌলা কুঁয়ার মাঝে। শুরু হয় অভিযান। রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে পুলিশের দল পৌঁছলে গুলি চালায় আবু ইউসুফ খান নামে ওই জঙ্গি। শুরু হয় পাল্টা গুলি। আধ ঘন্টার মধ্যেই পুলিশ তাকে ধৌলা কুঁয়ার কাছে কব্জায় নেয়। ইউসুফ উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাকে জেরা চলছে। পুলিশের অনুমান তার সঙ্গে আরও অনেকে যুক্ত। তাদের খুঁজে পেতে জিজ্ঞাসাবাদ চলছে। তার কাছ থেকে ১৫ কেজি আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও ব্যক্তি জঙ্গির টার্গেট ছিল বলে অনুমান।