সৌরভের ভবিষ্যৎ আটকে সুপ্রিম কোর্টে, থেমে নেই আইপিএল ১৪-র পরিকল্পনা

0
2

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ আটকে সুপ্রিম কোর্টে। তাঁকে কুলিং অফ পিরিয়ডে চলে যেতে হবে, নাকি বিসিসিআই বোর্ডের মসনদে আরও খানিকটা থাকার সময় পাবেন? তা প্রায় অজানা। তবে তার জন্য কি ভবিষ্যতের পরিকল্পনা থেমে থাকবে? একেবারেই নয়। মহামারি আবহে ইতিমধ্যেই আইপিএল খেলতে আরব আমিরশাহী পাড়ি দিয়েছেন ধোনি-রোহিত-কোহলিরা। এর মধ্যেই আগামী বছরের আইপিএলের চিন্তাভাবনা শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ জানালেন, নভেম্বরে আইপিএলের ১৩ তম মরশুম শেষ। ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে কোহলিরা। সেখান থেকে ভারতে ফিরে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তারপরই এপ্রিলে শুরু হবে আইপিএল ১৪।

পাশাপাশি বিসিসিআই প্রেসিডেন্ট জানান, ক্রিকেটারদের সুরক্ষার সবদিক মাথায় রেখেই এগোনো হবে।