সুশান্তের দেহ ছুঁয়ে “সরি বাবু,” কেন বললেন রিয়া? জল্পনা তুঙ্গে

0
1

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর উঠে আসছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যে মৃত্যুর তদন্তের ভার গ্রহণ করেছে সিবিআই। এরইমধ্যে ফের উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। অভিনেতাকে দেখতে মর্গে হাজির হন তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তী। শুধু তাই নয়, সুশান্তের বুকে হাত রেখে বলেছিলেন ” সরি বাবু, আমাকে ক্ষমা করো।”

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে এই কথা বলেন মুম্বইয়ের কুপার হাসপাতালের কর্মী সুজিত সিং রাঠোর। বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে মৃতদেহ উদ্ধারের পর কুপার হাসপাতালের মর্গে রাখা হয়। কর্মী সুজিত সিং রাঠোরের দাবি, এই ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি। তিনি রিয়ার সঙ্গে মর্গে ঢুকেছিলেন।

মর্গ নিষিদ্ধ এলাকা। অনুমতি ছাড়া সেখানে ঢোকা যায় না।এখন প্রশ্ন উঠছে, কীভাবে অনুমতি পেলেন রিয়া? কেনই বা ক্ষমা করার কথা বললেন প্রয়াত অভিনেতার দেহ ছুঁয়ে? সুজিত জানিয়েছেন, মর্গের ভেতরে ঢুকে নিজেই সুশান্তের দেহর উপর থেকে সাদা চাদর সরিয়েছিলেন। একই সঙ্গে রিয়ার মা সন্ধ্যা চক্রবর্তী ও ভাই সৌভিক মর্গের ভিতরে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু তাঁদের অনুমতি মেলেনি।