শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা ও বসন্ত উৎসব পালনে সরকারি উদ্যোগের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। চিঠিতে তিনি লেখেন, বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষমেলা না করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ বছর বসন্ত উৎসব পালন করেনি। কিন্তু এই উৎসব দুটি ঐতিহ্যশালী, ঐতিহাসিক এবং সর্বস্তরে সমাদৃত। কিন্তু পরিবেশ বিধি মেনে অনুষ্ঠানগুলি পরিচালনা করতে না পেরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলি বন্ধ করে দিয়েছে বা দিচ্ছে বলে অভিযোগ সুভাষ দত্তের। এই পরিস্থিতিতে এই দুটো অনুষ্ঠান শান্তিনিকেতনেই অন্য কোনও জায়গায় করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, বিকল্প স্থানে এই অনুষ্ঠান করার বিষয় তিনি যেন উদ্যোগ নেন।
পরিবেশের ক্ষতি, এলাকার আইন-শৃঙ্খলার অবনতি ইত্যাদি বিভিন্ন অজুহাতে এবছর বসন্ত উৎসব পালন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুধু তাই নয়, পৌষমেলাও না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এই প্রেক্ষিতে বাংলার সাংস্কৃতিক মানচিত্রের দুটি উল্লেখযোগ্য উৎসব পালন করার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন পরিবেশবিদ।