দাউদ আছে পাকিস্তানেই , মেনে নিল ইসলামাবাদ

0
2

পাকিস্তানেই লুকিয়ে আছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি দাউদ ইব্রাহিম কাসকর। শনিবার একথা স্বীকার করে নিয়েছে খোদ পাকিস্তান। পাক বিদেশমন্ত্রকের তরফে এই খবর জানা গিয়েছে। ইমরান খান সরকার দাউদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে।

শুধু দাউদ নয়, এদিন ৮৮ জন কুখ্যাত জঙ্গির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে হাফিজ সঈদ, মাসুদ আজহারের নামও।

প্রসঙ্গত, ভারত একাধিকবার দাবি করেছে যে দাউদ আছে পাকিস্তানেই। কিন্তু পাকিস্তান এতদিন তা সেকথা স্বীকার করেনি। ভারতীয়দের গোয়েন্দাদের হাতে একাধিকবার প্রমাণ এলেও পাক সরকার কখনও এই বিষয়টি মানতে চায়নি । পাকিস্তানের একাধিক জায়গায় দাউদের উপস্থিতির খোঁজ পাওয়া গিয়েছে। এদিন পাক সরকারের দেওয়া তালিকা অনুযায়ী করাচিতে রয়েছে দাউদ ইব্রাহিম।