লাদাখে আগ্রাসনের ফল: চিনা সংস্থাকে ঠেকাতে ‘বন্দে ভারত’-এর টেন্ডার বাতিল রেলমন্ত্রকের

0
1

লাদাখে আগ্রাসনের ফল ভুগছে চিন। ভারতীয় রেলের ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন তৈরির প্রকল্পে ৪৪টি সেমি হাই স্পিড ট্রেন তৈরির জন্য ডাকা টেন্ডার বাতিল করল রেলমন্ত্রক। শুক্রবার রাতে রেলমন্ত্রকের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বাতিল হওয়া টেন্ডারে এগিয়ে ছিল একটি চিনা সংস্থা। কিন্তু সেই দরপত্র বাতিল করে এই প্রকল্পে জন্য আগামী সপ্তাহে নতুন টেন্ডার ডাকা হবে, যেখানে গুরুত্ব পাবে মেক ইন ইন্ডিয়া প্রকল্প।

রেল মন্ত্রক টুইটে লেখে, “৪৪টি সেমি হাই স্পিড ট্রেনের (বন্দে ভারত) দরপত্র বাতিল করা হল। এক সপ্তাহের মধ্যে নতুন টেন্ডার প্রকাশ করা হবে। সেখানে মেক ইন্ডিয়া প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে।”

এই সিদ্ধান্তের জেরে ভারতের মাটিতে বড়সড় ধাক্কা খেলো চিনা সংস্থার ব্যবসা। সূত্রের খবর, রেল মন্ত্রক চাইছিল কোনও ভারতীয় সংস্থা এই বরাত পাক। কিন্তু বরাত পাওয়ার দৌড়ে ওই চিনা সংস্থা সুবিধাজনক অবস্থায় আছে দেখে টেন্ডার বাতিল করা হয়।