সব ঠিক থাকলে ভারতে মহামারির ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যেই, জানালেন হর্ষবর্ধন

0
1

সব ঠিকঠাক চললে ভারতে মহামারির ভ্যাকসিন চলে আসবে ডিসেম্বরের মধ্যেই। তারপরেই দ্রুত উৎপাদন শুরু করে সারা দেশের মানুষের কাছে কোভিড ভ্যাকসিন পৌঁছে দেবে সরকার। জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধন। তিনি জানান, ভারতে মোট ছটি ভ্যাকসিন ক্যানডিডেট কাজ করছে। তার মধ্যে তিনটি যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাচ্ছে। ফলাফল এখনও পর্যন্ত আশাব্যঞ্জক বলে মন্তব্য করেন হর্ষবর্ধন। তিনি বলেন, গোটা বিশ্বেই মহামারি রুখতে জোরদার গবেষণা চলছে। এর মধ্যে ২৬ টি ভ্যাকসিন ক্যানডিডেটের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে ও ১৪৯ টি ভ্যাকসিন ক্যানডিডেট প্রাথমিক স্তরে আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে চূড়ান্ত পর্যায়ের গবেষণা সফল হলেই দ্রুত উৎপাদন হবে আমাদের অগ্রাধিকার। ভারতে সুস্থতার হার প্রায় ৭৫ শতাংশ, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে মৃত্যুহার ১.৮৬ শতাংশ, যা বিশ্বে সর্বনিম্ন।