বেহাল রাস্তা সারানোর দাবিতে অভিনব পথ অবরোধ। রাস্তার জমা জলে ছাড়া হল মাছ, হাঁস। চুঁচুড়ার রবীন্দ্রনগর মোড় থেকে হাসপাতাল যাওয়ার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা। তার উপর টানা দু’দিনের বৃষ্টিতে সেই রাস্তাই ছোটখাট জলাশয়ের চেহারা নিয়েছে। শনিবার, সেই রাস্তা সারানোর দাবিতে চুঁচুড়ার বিজেপি নেতা সুবীর নাগের নেতৃত্বে পথ অবরোধ করা হয়। রাস্তার জমা জলে মাছ ও হাঁস ছেড়ে পথ অবরোধে সামিল হন বিজেপি-র নেতা কর্মীরা।