মদের দাম বাড়ছে, বার খুলবে ১ সেপ্টেম্বর থেকে

0
3

কমা দূরের কথা , মদের দাম বাড়তে চলেছে। মূল উদ্দেশ্য আয় বৃদ্ধি।
জানা গেছে, ১ সেপ্টেম্বর থেকে করের বৃদ্ধি কার্যকর হবে। অধিকাংশ ক্ষেত্রেই বাড়বে।
খুচরো বিক্রেতারা পুরনো রেটে ২৮/৮/২০ বিকেল পাঁচটা পর্যন্ত সামগ্রী তুলতে পারবে, যা ৩/৯/২০র মধ্যে বন্টন শেষ হবে। ঐ দিন রাত থেকে কর কাঠামো বদলাবে।
১ সেপ্টেম্বর থেকে বার খুলবে।

এই প্রস্তুতি চলছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তার আগে কিছু বদলাতেও পারে।