তুফানগঞ্জ শহরের বহু রাস্তায় ব্যারিকেড দিয়ে রাখায় ভাড়া মিলছে না টোটো চালকদের। আর এর প্রতিবাদে বিক্ষোভ দেখালেন চালকরা। শনিবার, তুফানগঞ্জ শহরের আলিপুরদুয়ার রোডের নববিচিত্রা ক্লাব সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখান তাঁরা। সেখান থেকে মহকুমা শাসকের দফতরে গিয়ে সমস্যা মেটানোর জন্য উদ্যোগ আবেদন জানান টোটো চালকরা।
বিক্ষুব্ধ টোটো চালক সুব্রত সূত্রধর বলেন, “তুফানগঞ্জ শহরের বেশিরভাগ রাস্তায় ব্যারিকেড দেওয়া। কোথাও যাত্রী বা কোন পণ্য নিয়ে যাওয়া যাচ্ছে না। ফলে আমাদের ভাড়া হচ্ছে না। এই অবস্থায় রোজগার বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছে”।
টোটো চালকদের অনেকেই দাবি করে জানান, সরকারি ভাবে কন্টেনমেন্ট জোন শুধুমাত্র আক্রান্তের বাড়ি ও সংলগ্ন কিছু বাড়ি নিয়ে করার নিয়ম করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও বহু তুফানগঞ্জ শহরে কোন আক্রান্তের এলাকার গলির রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। যা অন্য অনেক শহরে নেই। এর ফলেই ভাড়া মিলছে না টোটো চালকদের।






























































































































