দিলীপের চা-চক্রের মঞ্চ ভাঙার অভিযোগ

0
1

দিলীপ ঘোষের চা-চক্রের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। অভিযোগ, রবিবার দুর্গানগরে বিজেপি কর্মীরা যখন মঞ্চ তৈরি করছিলেন, তখন অতর্কিতে হামলা চালানো হয়। নেতৃত্বে ছিলেন স্থানীয় নেতা দীপক বোস ও তার সঙ্গীরা। ঘটনায় এক মহিলা সহ ৫জন আহত হন। আগামিকাল দুর্গানগর স্পোর্টিং ক্লাবের সামনে বিজেপি রাজ্য সভাপতির চা চক্রের অনুষ্ঠান হওয়ার কথা। নিমতা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে। এতে লাভ হবে না।