আন্তর্জাতিক ক্রিকেটে এখনও খেলছেন মহম্মদ নবী। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তো খেলছেনই। এখনও মাঠ মাতাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। এর মধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদস্য পদে নিয়োগ পেলেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।
খেলা ছাড়ার আগেই নবীকে কেন বোর্ডের গুরুত্বপূর্ণ পদে বসানো হলো, তার ব্যাখ্যা অবশ্য এড়িয়ে গিয়েছে তারা।
আফগান ক্রিকেট বোর্ডের ৯ সদস্যের প্যানেলে রদবদল হয়েছে। পুরোনো পাঁচজনকে রেখে নতুন চারজনকে নিয়োগ দিয়েছে তারা। এই চারজনেরই একজন নবী। বাকি তিনজন হলেন- হাসিনা সাফি, রহুল্লা খানজাদা ও হারুন মীর।
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে লাল বলের ক্রিকেটকে বিদায় দিয়েছেন নবী। সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ বাড়াতে তার এই সিদ্ধান্ত। ওয়ানডে ও টি-টোয়েন্টি দিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া এই অলরাউন্ডারের খেলা ছাড়ার আগেই বোর্ডের দায়িত্ব পাওয়াটা বিস্ময়করই।
এই মুহূর্তে নবী সিপিএলে খেলছেন সেন্ট লুসিয়া জুকসের জার্সিতে। এ বছরের আইপিএলেও আছেন আফগান তারকা। সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট খেলবেন তিনি সানরাইজার্স হায়দারবাদের হয়ে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.