সাপ্তাহিক লকডাউনেও দেদার বিকিকিনি ফরাক্কায়

0
3

রাজ্য সরকারি নির্দেশে সাপ্তাহিক লকডাউনে বৃহস্পতিবার, মোটের উপর মুর্শিদাবাদে লকডাউন হলেও, শুক্রবারের চিত্রটা কিছুটা অন্যরকম। এদিন সকালে ফরাক্কায় লকডাউন উপেক্ষা করেই খোলা সবজি বাজার। ফরাক্কা ব্লকের অর্জুনপুরে প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা রয়েছে সবজি বাজার। বিনা মাস্কে দেখা যাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। পুলিশের দেখা নেই বলে অভিযোগ।

জেলার অন্যান্য প্রান্তে বৃষ্টি উপেক্ষা করেও লকডাউন সফল করতে রাস্তায় নেমেছে পুলিশ। কিন্তু ফারাক্কায় অন্য ছবি। দিন দিন বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। তবুও অনেকেরই সচেতনতার প্রমাণ মিলছে না।