অর্জুন পুরস্কার থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার সহ দেশ জুড়ে সেরা পুরস্কার প্রাপকের তালিকা ঘোষণা করল সরকার। ভারতের হিটম্যান রোহিত শর্মা আর প্যারা অ্যাথলেট মারিয়াপ্পান পেলেন রাজীব খেলরত্ন পুরস্কার। অন্যদিকে অর্জুন পুরস্কার পাচ্ছেন দ্যুতি চাঁদ, ঈশান্ত শর্মা, দীপ্তি শর্মা, অন্যদিকে ধ্যানচাঁদ পুরস্কার পাচ্ছেন কোচ-প্রাক্তন ফুটবলার কুলদীপ সিং, নন্দন বলেরা। এবার রাজীব খেলরত্ন পেলেন ৫জন, দ্রোণাচার্য পুরস্কার পেলেন ৮জন, রেগুলার ক্যাটেগরিতে ৫জন, অর্জুন পুরস্কার পেলেন ২৭জন, ধ্যামচাঁদ পুরস্কার পেলেন ১৫জন, তেঞ্জিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার পুরস্কার পেলেন ৮জন, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি পেল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় খেলরত্ন পুরস্কার পেল ৪টি সংস্থা। এক নজরে দেখুন সেই তালিকা….