সোয়াব টেস্টের বদলে গারগেল থেকে নমুনা নিয়ে কোভিড পরীক্ষা সম্ভব। এইমসের চিকিৎসক কলকাতার অঙ্কিত মিত্তাল এই প্রক্রিয়ার কথা প্রথম সামনে আনেন। যা আইসিএমআর-এর তরফ থেকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে অনিচ্ছুকের সংখ্যা ২৫% কাছাকাছি, অন্যদিকে সোয়াব টেস্টে অনিচ্ছুকের সংখ্যা ৭০%-এর বেশি।
সোয়াব টেস্টে হাঁচি, কাশি এবং গলায় ব্যথার সম্ভাবনা থাকে। স্যাম্পেল যিনি নেবেন তাঁর সংক্রামিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এক্ষেত্রে ছোট কৌটায় থাকবে স্টেরিলাইজড জল। গারগেল করে সেই জল ফের কৌটোয় রেখে দিতে হবে। চিকিৎসকরা বলছেন, এই পদ্ধতিতে সকলেই অনেক স্বস্তি বোধ করছেন।
































































































































