প্রয়াণ দিবসের প্রাক্কালে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো প্রখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খাঁর বসত ভিটে। ইতিহাসের পাতা থেকে মুছে গেল এক প্রবাদপ্রতিম সানাই বাদকের কীর্তির স্মৃতি চিহ্ন ।
১৯৩৬ সাল থেকে বিসমিল্লা বেনারসের যে বাড়িতে থাকতেন, গত ১২ অগাস্ট সেই স্মৃতিবিজড়িত বাড়ির অংশবিশেষ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে । এই কাজে বাধা দিতে এগিয়ে আসেনি পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, ওই বাড়িটিকে কমার্শিয়াল কমপ্লেক্স তৈরি করা হবে। কোনও হেলদোল দেখায়নি উত্তরপ্রদেশ সরকার। বাড়িটি রক্ষা করতে উদ্যোগী হয়নি কেন্দ্র সরকারও। বিসমিল্লার রেওয়াজ ঘর। থেকে শুরু করে তার সুর-সাধনার অসংখ্য মূল্যবান স্মৃতিচিহ্ন নিঃশব্দ মুছে ফেলা হল।। আস্তাকুঁড়েতে ঠাঁই হল তার ব্যবহৃত আসবাব, জিনিসপত্র।
বারানসির গঙ্গার তীরে বেড়ে ওঠা বিসমিল্লাহ খাঁর মনপ্রাণও ছিল অত্যন্ত উদার। ব্যক্তি জীবনেও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন।
গত ২০০৬-এ বিসমিল্লা খানের মৃত্যুর পর থেকে তাঁর পরিবারের দাবি ছিল, উস্তাদের স্মরণে একটি সংগ্রহশালা তৈরি করা হোক। তাতে প্রদর্শিত হোক বিসমিল্লার বিভিন্ন স্মারক। তবে এক শতক পেরিয়েও সে আশা অপূর্ণই থেকে গিয়েছে।
গরিব ছিন্নমূল শিশুদের জন্য তিনি অকাতরে বিলিয়ে দিতেন যথাসাধ্য। কিংবদন্তি সানাই-বাদকের সেই ভিটে-মাটি গুঁড়িয়ে দিয়ে ঐতিহ্য, ইতিহাসের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হল। নিঃশব্দ, নীরবে স্মৃতির অন্তরালে চলে গেলেন ভারতীয় সংস্কৃতি জগতের এই প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.






























































































































