সুস্থ হয়েই কৌন বনেগা ক্রোড়পতির সেটে যেতে প্রস্তুতি অমিতাভের

0
1

কোভিডে সুস্থ হয়ে বাড়ি ফিরে নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। সেই অবস্থা থেকেই অমিতাভ বচ্চন নিজের ব্লগে জানালেন, খুব শীঘ্রই তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিংয়ে ফিরবেন। ৭৮ বছর বয়সেও অমিতাভের কাজ পাগল মানসিকতায় বিস্মিত নেটিজেনরা। সিনিয়রের সঙ্গে জুনিয়র বচ্চনও কাজে ফিরছেন। সাধারণভাবে সরকার ৬৫ বছরের ঊর্ধ্বের নাগরিকদের কাজে বেরনোর উপরে নিষেধাজ্ঞা জারি করলেও মহারাষ্ট্র সরকার এই বাধা তুলে নেওয়ায় অমিতাভ শুটিং করতে পারছেন।

‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রোমো শুট হয়েছিল মে মাসে। তখন ভক্তরা প্রশ্ন তুলে বলেছিলেন, এখন শুট করা ঠিক হচ্ছে কি! পাল্টা অমিতাভ রেগে গিয়ে বলেছিলেন, বেশ করেছি, আপনার কী? সমস্যা আপনি নিজের কাছে রাখুন। সব নিয়ম মেনেই শুটিং হয়েছে। যদিও তারপরেই কোভিড আক্রান্ত হন বিগ বি। তারপর অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যা। সকলেই আপাতত সুস্থ।