অর্জুনের ডেরা তল্লাশির সাক্ষী আক্রান্ত

0
1

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ডেরায় বুধবার পুলিশি তল্লাশির সময় যারা সাক্ষ্য হিসেবে ছিলেন, রাতেই তাঁদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। পুলিশের খবর, রাহুল আর বিজয় নামে দুই দুষ্কৃতী মোটরবাইকে এসে সাক্ষীকে লক্ষ্য করে গুলি চালায় ও বোমা ছোঁড়ে। তদন্ত শুরু হয়েছে। আহতের চিকিৎসা চলছে।